South east bank ad

প্রাইম ব্যাংকের নতুন সিএফও জসীম উদ্দিন

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের নতুন সিএফও জসীম উদ্দিন

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের (এফএডি) প্রধান হিসেবে মোহাম্মদ জসীম উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ২০০৫ সাল থেকে এ ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রাইম ব্যাংকে প্রায় দুই দশকের কর্মজীবনে জসীম উদ্দিন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে আইসিসিডি, ঝুঁকি ব্যবস্থাপনা ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। এছাড়া তিনি প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ভারপ্রাপ্ত সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রায় ২৫ বছরের পেশাগত জীবনে মোহাম্মদ জসীম উদ্দিন প্রাইম ব্যাংক ছাড়াও ট্রাস্ট ব্যাংক ও পিকেএসএফে কর্মরত ছিলেন। এছাড়া তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: