শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের মধ্যে এমওইউ স্বাক্ষর
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল ঢাকায় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ ও আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকার চেয়ারম্যান মো. মাহবুবুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা আমেরিকান ওয়েলনেস সেন্টারের চিকিৎসাসেবায় ১০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিনামূল্যে পরামর্শ সেবা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি ইমতিয়াজ ইউ আহমেদ, ডিএমডি এমএম সাইফুল ইসলাম এবং এসভিপি ও মানবসম্পদ প্রধান একেএম হাসান রহিম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম খান, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের ভাইস প্রেসিডেন্ট মো. মশিউর রহমান, এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন প্রধান কেএম হারুনুর রশীদ এবং মেরিকান ওয়েলনেস সেন্টারের (এডব্লিউসি) ব্যবস্থাপক কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


