জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু
কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ভাবনের পর বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় সেনা সদস্যদেরকেও ভ্যাকসিন প্রদান করা শুরু হয় এবং বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের ভ্যাকসিন প্রদানের বিষয়ে জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। সম্প্রতি মাননীয় সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিজিবিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, পিএইচডি, যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যদের ভ্যাকসিন প্রদানের গুরুত্ব এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মিশন এলাকায় বাংলাদেশ শান্তিরক্ষীদের ভ্যাকসিন প্রদানের জন্য অনুরোধ করেন। একইসাথে দেশ থেকে নতুন শান্তিরক্ষী মোতায়েনের পূর্বে সেনাসদস্যদের ভ্যাকসিন প্রদান করে মোতায়েন করা হবে আস্বাস প্রদান করেন।
শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমুহের মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম মার্চ ২০২১ থেকে ডিআর কঙ্গোতে নিয়োজিত কন্টিজেন্টসমুহের প্রতিস্থাপনকালে সেনাসদস্যদের ভ্যাকসিন প্রদান করে মিশন এলাকায় মোতায়েন করে আসছে। অতি সম্প্রতি মিশন এলাকাতেও জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশী শান্তিরক্ষীদের বাংলাদেশে ব্যবহৃত অনুরুপ ভ্যাকসিন (AstraZeneca) প্রদান করা শুরু হয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে জাতিসংঘের অধিনে ০৮টি মিশনে ৫৩০৮ জন সেনাসদস্যসহ সর্বমোট ৬৮৮৫ বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।