শিরোনাম

South east bank ad

তামাক আইন সংশোধনে সকল পর্যায়ে চাপ অব্যাহত রাখতে হবে: পরিকল্পনামন্ত্রী

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করতে সব পক্ষের উপর চাপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ (৩ মার্চ) বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং’ আয়োজিত ‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ পরামর্শ দেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করেন। তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে মারা যান ১ লাখ ৬১ হাজার মানুষ। তামাকের এ ভয়াবহতা উপলব্ধি করে আগামী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

ফোরামের চেয়ারম্যান হাবিবে মিল্লাত এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন; আমরা তাকে সহায়তা করবো। এটা অর্জন করা সম্ভব। আমাদের তামাক নিয়ন্ত্রণের পক্ষে কাজ করতে হবে। তামাক আইন সংশোধনে সকল পর্যায়ে চাপ অব্যাহত রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে।

বিশেষ অতিথি রুহুল হক বলেন, একজন ধূমপান করেন, কিন্তু ক্ষতিগ্রস্ত হন সবাই। বিশেষ করে তরুণ এবং নারীদের মধ্যে এটা বেশি হচ্ছে। তামাকপণ্যের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবার্তা ৯০ শতাংশ করতেই হবে।

এর আগে, অনুষ্ঠানে তামাক আইন সংশোধনের গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। তিনি বাংলাদেশের তামাক ব্যবহারের চিত্র তুলে ধরে বিদ্যমান তামাক আইনের কোন কোন বিষয়গুলো সংশোধন করা জরুরি সেসব বিষয়গুলো উল্লেখ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: