আইএফআইসি ব্যাংক ও নেক মানি ট্রান্সফারের মধ্যে চুক্তি

প্রবাসী বাংলাদেশীদের উপার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি নেক মানি ট্রান্সফার ইউকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক।
সম্প্রতি আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা, নেক মানি ট্রান্সফার ইউকের পরিচালক জাহাঙ্গীর ফরাজী, নেক মানি ট্রান্সফার ইউকের পরিচালক ও ফরাজী হসপিটালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী।