আইএফআইসি ব্যাংকের মাদারীপুর শাখার শুভ উদ্বোধন
দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সম্প্রতি মাদারীপুরে আইএফআইসি ব্যাংকের শাখা করা হয়েছে। এটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির ও আইএফআইসির হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও গ্রাহকরা।