কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মো. কামরুল আহসান, মো. মনিরুল ইসলাম, এসএম রুহুল আমিন, মো. মাজহারুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, আবু হাসান মুহম্মদ তারিক প্রমুখ। ব্যাংকের প্রধান কার্যালয়, ১৮টি শাখা ও দুটি উপশাখার কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত গ্রাহকরা অনলাইনে এ আয়োজনে যুক্ত ছিলেন।