কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নরসিংদীর রায়পুরায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে।
ব্যাংকের রায়পুরা উপশাখায় গতকাল আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হকের পক্ষে ব্যাংকের প্রতিনিধিরা রায়পুরা উপজেলার কৃষকদের কাছে সাতটি পাওয়ার টিলার হস্তান্তর করেন।
মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, ভেলানগর শাখাপ্রধান ও এভিপি মো. মাহবুবুর রহমান, প্রধান জনসংযোগ কর্মকর্তা ও এফএভিপি মুহাম্মদ আব্দুল হামীদ সোহাগ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।