রমজানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশেষ অফার
রমজান মাস উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। দেশব্যাপী ক্লায়েন্ট ও গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ অফার প্রদানে বিভিন্ন খাতের বিক্রেতাদের সঙ্গে অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। রমজান ও ঈদকে সামনে রেখে গ্রাহকদের ক্যাশলেস লেনদেনের অনন্য অভিজ্ঞতা ও সুবিধা দিতে এ অফার নিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ব্যাংকটির সব ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা এ সেবা উপভোগ করতে পারবেন।
অফারের আওতায় দেশী-বিদেশী হোটেল ও রেস্তোরাগুলোতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকরা রমজান মাস জুড়ে কার্ড ও অনলাইন পেমেন্টের মাধ্যমে ইফতার, ডিনার ও সেহরিতে বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া জামাকাপড়, গয়না এবং অন্যান্য কেনাকাটায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রাহকরা ঈদ কেনাকাটায় ৫০ শতাংশ এবং বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি গেজেট, হোম অ্যাপ্লায়েন্স, আসবাবপত্রসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের ওপরও বিশেষ অফার থাকবে। এ ছাড়া ঈদের ছুটিতে ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে রিসোর্ট, হোটেল, এয়ারলাইনস এবং অনলাইন ট্রাভেল এজেন্সি পরিষেবাগুলোতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের গ্রাহকদের জন্য থাকবে বিশেষ মূল্য ছাড়। গ্রাহকদের সুবিধায় এবারও ব্যাংকটি এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ, জনপ্রিয় রিটেইল আউটলেট, নামি হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বিশ্বস্ত ব্র্যান্ড থেকে এসব অফারের ব্যবস্থা করছে।