রিহ্যাব মেলায় শেলটেকের ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার
দেশের শীর্ষ আবাসন প্রতিষ্ঠান শেলটেক এবারের রিহ্যাব মেলায় ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার ঘোষণা করেছে। এছাড়া স্পট বুকিং করলে গ্রাহকরা জিতে নিতে পারবেন আইফোন বা প্লে স্টেশন ৫ (পিএস৫)। মেলা চলছে ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)।
শেলটেক মেলায় ৩৫০টির বেশি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটির স্টল নম্বর ২-এ পাওয়া যাচ্ছে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পের বিস্তারিত তথ্য।
শেলটেক রাজধানীর জলসিঁড়ি প্রকল্প, উত্তরা, বনানী, বসুন্ধরা, আদাবর, মগবাজার, মালিবাগ, মধ্যবাড্ডা, ইস্কাটন, ধানমন্ডি, রায়ের বাজার, কাঠালবাগান, পশ্চিম রামপুরাসহ বিভিন্ন এলাকায় নতুন প্রকল্প তৈরি করছে। এসব প্রকল্পে ৯৭১ থেকে ২ হাজার ৮০১ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে।
এছাড়া আসাদ এভিনিউ, মালিবাগ, সাতমসজিদ রোড, তেজগাঁও, কাকরাইল ও মিরপুর রোডে বাণিজ্যিক প্রকল্পও রয়েছে।
জলসিঁড়ি প্রকল্পে ১২, ১৩, ১৬ ও ১৭ নং সেক্টরে শেলটেক আস্থা এবং শেলটেক অবকাশ নীড়সহ ২০টির বেশি প্রকল্পের নির্মাণকাজ চলছে। প্রতিটি প্রকল্পে ৫ কাঠা জায়গায় ৪৮ শতাংশ খোলা জায়গা রাখা হয়েছে। অ্যাপার্টমেন্টগুলোর আয়তন ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ বর্গফুট। প্রতিটি প্রকল্পে থাকবে অভ্যর্থনা, লাউঞ্জ, কমিউনিটি রুমসহ অন্যান্য সুবিধা।
শেলটেকের নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইয়া বলেন, শেলটেক দেশের অ্যাপার্টমেন্ট সংস্কৃতির পথিকৃৎ। ৩৭ বছর ধরে আমরা পরিবেশবান্ধব আবাসন প্রকল্প নির্মাণে কাজ করছি। ১৯৮৮ সালে যাত্রা শুরু করে শেলটেক এ পর্যন্ত ৪ হাজার ১০০টির বেশি অ্যাপার্টমেন্ট গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে।
আন্তর্জাতিক মান নিশ্চিত করায় শেলটেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশনের (আইএসও ৯০০১:২০১৫) সনদপ্রাপ্ত। শেলটেক মেলায় অংশ নেয়া শীর্ষ আবাসন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।