ফরিদপুরে বিনিয়োগকারীদের সঙ্গে আইসিবির সাবসিডিয়ারি তিন কোম্পানির মতবিনিময় সভা

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) ফরিদপুর শাখায় সম্প্রতি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন করপোরেশনের এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও ডিএমডি মো. নূরুল হুদা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও মাহমুদা আক্তার, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মাজেদা খাতুন, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির সিইও মো. মফিজুর রহমান ও করপোরেশনের ব্রাঞ্চ ও সাবসিডিয়ারি অ্যাফেয়ার্সের জিএম মো. হাবিবুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন সোনালী ও অগ্রণী ব্যাংকসহ অন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।