এজেন্ট ব্যাংকিং আউটলেটকে বীমা সুরক্ষার আওতায় আনল ব্র্যাক ব্যাংক

এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোকে বীমা আওতায় আনতে সম্প্রতি প্রগতি ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং প্রগতি ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ সেহাব উল্লাহ আল-মানজুর। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডিএমডি অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, হেড অব অ্যাকাউন্ট সার্ভিসেস মো. আবু তাহের মৃধা। প্রগতি ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন এএমডি ও সিএফও অমর কৃষ্ণ শীল এবং ডিএমডি শরীফ মুস্তাবা।