নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও সরকারি সংস্থা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। সম্প্রতি বগুড়ায় ‘অনলাইন ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তি’ শীর্ষক তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৩৬ জন নারী উদ্যোক্তা, যারা ঘরে তৈরি খাদ্য, হস্তশিল্প ও বুটিক দোকানসহ বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নারী উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে ব্যাংকটি এসএমই ফাউন্ডেশনের সঙ্গে মিলে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো, আর্থিক জ্ঞান উন্নত করা এবং আর্থিক সম্পদ ও নেটওয়ার্কে প্রবেশাধিকার বৃদ্ধিতে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। দেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনী ও সফল পরিবেশ তৈরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রতিশ্রুতিবদ্ধ।
এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই নীতিমালা অনুযায়ী দেশের
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ফাউন্ডেশনের
সার্বিক কার্যক্রমে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিসমূহ বিশেষ গুরুত্বসহকারে
বাস্তবায়ন করা হয়ে থাকে।