South east bank ad

আইএফআইসি ব্যাংকের ভিত্তি তাদের সুদক্ষ জনবল ও গ্রাহকের আস্থা

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আইএফআইসি ব্যাংকের ভিত্তি তাদের সুদক্ষ জনবল ও গ্রাহকের আস্থা



দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি’র শক্তিশালী ভিত্তি হচ্ছে ব্যাংকের ৬ হাজারের বেশি সুদক্ষ জনবল আর সম্মানিত সকল গ্রাহকদের আস্থা বলে মন্তব্য করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

বুধবার (১৪ আগস্ট) রাজধানীর পল্টনের আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত ব্যবস্থাপনা পরিচালকের সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় সৈয়দ মনসুর বলেন, প্রায় ৩৩ শতাংশ সরকারি মালিকানা সহ গণমানুষের ব্যাংক আইএফআইসি’র বয়স এখন ৪৮ বছর। এ দীর্ঘ যাত্রায় ব্যাংকের কর্মীরা সব সময় একটি টিম হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব নিশ্চিত করেছে। বর্তমানে উদ্ধূত পরিস্থিতিতে অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ক্রমেই দেশব্যাপী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশ গ্রহণ করেন তিনি।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: