বন্যার্তদের সহায়তায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকা অনুদান
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেড় কোটি টাকা প্রদান করেছে।
গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের এফএভিপি মো. সানাউর রশিদ (সাগর) উপস্থিত ছিলেন।