দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দেবে সবল ১০ ব্যাংক
দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা হিসেবে ঋণ দিতে সম্মত হয়েছে সবল ১০টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিষয়টির তদারকি সার্বিক করবে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান।
এদিন বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।
বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেন, দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি থাকবে। আর কোনো ব্যাংক চাইলে ঋণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, চলতি মূলধনের জায়গায় ঘাটতি রয়েছে, এ ধরনের ব্যাংকগুলোকে সাহায্য করার জন্য বাংলাদেশ ব্যাংক ৫টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। ২টি ব্যাংক এখনো অপেক্ষমাণ অবস্থায় আছে। তারা আমাদের কাছে আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে তারল্য সহযোগিতা পায়নি। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে আজ একটি সভা হয়। এর মধ্যে ১০টি ব্যাংক অংশগ্রহণ করেছে।