সোনালী ব্যাংকের ট্রেজারির সিবিএস অটোমেশন লাইভ উদ্বোধন

কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) মাধ্যমে ট্রেজারি কার্যক্রমের পূর্ণাঙ্গ অটোমেশন সম্পন্ন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ফলে ফরেন এক্সচেঞ্জ, সরকারি সিকিউরিটিজ এবং মানি মার্কেটসহ সার্বিক ট্রেজারি ব্যবস্থাপনার সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল ও রিয়েল টাইমে সম্পন্ন হবে।
এ উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে ট্রেজারির সিবিএস অটোমেশন লাইভ উদ্বোধন করেন এমডি ও সিইও মো. শওকত আলী খান। অনুষ্ঠানে ডিএমডি, প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএমসহ ব্যাংকের সাবসিডিয়ারি সোনালী ইন্টেলেক্টের নির্বাহী ও ট্রেজারি ম্যানেজমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।