শিরোনাম

South east bank ad

রেমিট্যান্সের সুসময়েও উল্টো চিত্র ৯ ব্যাংকে

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

রেমিট্যান্সের সুসময়েও উল্টো চিত্র ৯ ব্যাংকে

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই রেমিট্যান্সে বইছে সুবাতাস। প্রতি মাসেই দেশে আসছে বিলিয়ন বিলিয়ন ডলার প্রবাসী আয়। এরই ধাবাহিকতায় অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। তবে রেমিট্যান্সের এই সুসময়েও ভিন্ন চিত্র দেখা গেছে দেশের ৯টি ব্যাংকে।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৯টি।  এর মধ্যে একটি রাষ্ট্র মালিকানাধীন ও একটি বিশেষায়িত ব্যাংক রয়েছে।

প্রতিবেদন বলছে, অক্টোবর মাসে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এমনকি বেসরকারি ব্যাংকের মধ্যে কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ৬১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট মাসে দেশে রেমিট্যান্স আসে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার। এরপর সেপ্টেম্বরে আসে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: