শিরোনাম

South east bank ad

বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন হেলাল আহমেদ

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন হেলাল আহমেদ

বেসিক ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে হেলাল আহমেদ চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। গত ৩১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফছানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

সোমবার অর্থ মন্ত্রণালয়সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হেলাল আহমেদ চৌধুরীকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সময় তিনি আর্থিক প্রতিষ্ঠান বা বীমা প্রতিষ্ঠানের পরিচালক থাকলে তা থেকে পদত্যাগের শর্তে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে ৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসিক ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমকে অপসারণ ক‌রে‌ছে সরকার।

২০২৩ সালের ১৫ নভেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. আবুল হাসেম। তিনি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: