আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি হলেন মজিবুর রহমান
এক দশক পর আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন মুখ এসেছে। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠা মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর জায়গায় নতুন এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমান।
‘আমানতকারীদের স্বার্থ রক্ষা ও যথাযথ ব্যবস্থাপনার’ স্বার্থে সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান।
ব্যাংকের কর্মকর্তারা বুধবার বিক্ষোভ করে সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিক বিন আবদুল্লাহকে পদ ছেড়ে দেওয়ার দাবি জানান। এরপর বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নতুন এমডি নিয়োগ দেয়।
এ নিয়োগ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইসিবি ইসলামী ব্যাংকের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং আমানতকারীদের আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান নিযুক্ত করা হলো।
তিনি এই দায়িত্ব পালনের নিমিত্তে ১৯ ডিসেম্বর কার্যদিবস শেষে বাংলাদেশ ব্যাংক থেকে বিযুক্ত বলে গণ্য হবেন।