South east bank ad

আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি হলেন মজিবুর রহমান

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি হলেন মজিবুর রহমান

এক দশক পর আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন মুখ এসেছে। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠা মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর জায়গায় নতুন এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমান।

‘আমানতকারীদের স্বার্থ রক্ষা ও যথাযথ ব্যবস্থাপনার’ স্বার্থে সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানান।

ব্যাংকের কর্মকর্তারা বুধবার বিক্ষোভ করে সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিক বিন আবদুল্লাহকে পদ ছেড়ে দেওয়ার দাবি জানান। এরপর বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নতুন এমডি নিয়োগ দেয়।

এ নিয়োগ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইসিবি ইসলামী ব্যাংকের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং আমানতকারীদের আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান নিযুক্ত করা হলো।

তিনি এই দায়িত্ব পালনের নিমিত্তে ১৯ ডিসেম্বর কার্যদিবস শেষে বাংলাদেশ ব্যাংক থেকে বিযুক্ত বলে গণ্য হবেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: