শিরোনাম

South east bank ad

সিলেটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সিলেটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর সিলেট শাখা, দরগাহ গেইট শাখা এবং সুবিদবাজার শাখার যৌথ উদ্যোগে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ ২০২৫ইং তারিখে সিলেট নগরীর সুবিদ বাজারস্থ একটি কনভেনশন হলে আয়োজিত এই মাহ্ফিলে ব্যাংকের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ। তিনি তার বক্তব্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মাসুদ, জনাব নাজমুল ইসলাম নুরু, তাজ টি এন্ড ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুসলেহ উদ্দিন খান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আকিকুর রহমান উপস্থিত ছিলেন। মাহ্ফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বেতারের নিয়মিত আলোচক ক্বারি মোহাম্মদ ইসহাক। পবিত্র রমযানের তাৎপর্য ও ইসলামের মূল্যবোধ নিয়ে বিশেষ আলোচনা করেন ব্যাংকের মুরাকিব এবং শরীয়াহ্ ইন্সপেকশন ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বিভিন্ন শাখার সম্মানিত গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিপার এয়ার সার্ভিস এর স্বত্বাধিকারী খন্দকার শিপার আহমেদ, ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিশারিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: ইমরান হোসাইন, বারাকা পাওয়ার গ্রুপের পরিচালক মিজানুর রহমান, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহসান চৌধুরী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বিশিষ্ট লেখক ও ব্যাংকার জাবেদ আহমেদ, ব্যবসায়ী হিসকিল গুলজার।
মাহ্ফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জোনাল হেড ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তোফায়েল ইয়াকুব এবং সমাপনী বক্তব্য প্রদান করেন ব্যাংকের দরগাহ গেইট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিলেট শাখার কর্মকর্তা মো: শাহাদত বখত ও দরগাহ গেইট শাখার কর্মকর্তা মো: সুহেল আহমেদ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: