South east bank ad

ঢাকার ১৩ স্থানে আজ থেকে ন্যায্যমূল্যে মিলবে ডিম

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

ঢাকার ১৩ স্থানে আজ থেকে ন্যায্যমূল্যে মিলবে ডিম

রাজধানীর ১৩টি স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি করবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

তিনি বলেন, রোববার (১০ নভেম্বর) থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭টি ও উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৬টি স্থানে এ ডিম বিক্রি কার্যক্রম চলবে।

শনিবার রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ আলীম আখতার খান বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার এরই মধ্যে কিছু দ্রব্যাদির ওপর শুল্ক প্রত্যাহার করেছে। ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, খেজুরসহ রোজায় অতি প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

মহাপরিচালক আরো বলেন, ঢাকা সম্প্রসারিত হলেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তেজগাঁও ও কাপ্তান বাজার- মাত্র এ দুটি স্থানে ডিমের আড়ত রয়েছে। ভোক্তাদের সুবিধার্থে রোববার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭টি সাবসেন্টারে সরাসরি ডিম বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

মহাপরিচালক বলেন, প্রান্তিক খামারিরা কন্ট্রাক্ট ফার্মিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে মুরগির বাচ্চা, ফিড এবং ভ্যাকসিন গ্রহণের যে রীতি গড়ে উঠেছিল, তা থেকে খামারিদের মুক্ত করে উৎপাদন ও বিপণন আরো সহজ করার উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করা যায়, এর মাধ্যমে ভোক্তা ও খামারিরা উপকৃত হবেন।

যেসব স্থানে বিক্রি হবে- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনির আখড়া ও চিটাগাং রোড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড)।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: