৬ হাজার কোটি টাকা বাড়তি মুনাফা করে ডিম-মুরগির সিন্ডিকেট
সিন্ডিকেটের মাধ্যমে করপোরেট কোম্পানিগুলো ফিড (মুরগির খাবার) ও মুরগির বাচ্চা বিক্রি করে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা বাড়তি মুনাফা করছে বলে অভিযোগ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ)। এ কারণে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। যত দিন পর্যন্ত সরকার এ সিন্ডিকেট ভাঙতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাজারে স্বস্তি আসবে না। একই সঙ্গে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করবে সংস্থাটি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিএর সভাপতি সুমন হাওলাদার।
সংবাদ সম্মেলনে বলা হয়, করপোরেট কোম্পানি আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ফিডের দাম বাড়িয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে ফিডের দাম কমেছে, কিন্তু দেশের বাজারে তার কোনো প্রতিফলন নেই। যখন মুরগির বাচ্চা আমদানি করা হতো, তখন দেশের বাজারে মুরগির বাচ্চার দাম ছিল কম, কিন্তু দেশের উৎপাদন বৃদ্ধির পরই কোম্পানিগুলো সিন্ডিকেট গঠন করে এবং দাম বাড়িয়ে দিয়েছে। এ সিন্ডিকেটের কারণে দেশের প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একচেটিয়া করপোরেট গ্রুপগুলোর হাতে পুরো পোলট্রি বাজার চলে যাচ্ছে।
তিনি পরিসংখ্যান তুলে ধরেন বলেন, ‘দেশে বছরে ৮০ লাখ টন ফিড উৎপাদন হয়। প্রতি কেজি ফিডে যদি ৫ টাকা অতিরিক্ত নেয়া হয়, তবে এক টন ফিডে ৪ হাজার টাকা অতিরিক্ত মুনাফা হয়। আর ৮০ লাখ টন ফিডে কোম্পানিগুলো বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে। এছাড়া দেশে বছরে প্রায় ১০৪ কোটি মুরগির বাচ্চা উৎপাদন হয়। প্রতিটি বাচ্চায় যদি ২০ টাকা অতিরিক্ত নেয়, তবে কোম্পানিগুলো খামারিদের কাছ থেকে বছরে প্রায় ২ হাজার ৮০ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে।
সরকারের উচিত নীতিনির্ধারক পর্যায় করপোরেট গ্রুপসহ প্রান্তিক খামারিদের মতামত নেয়া। এ ক্ষেত্রে করপোরেট কোম্পানিগুলোর ফিড মুরগির বাচ্চার সিন্ডিকেট ভেঙে প্রান্তিক খামারিদের জন্য একটি সুষ্ঠু, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরি করা।
ফিড ও মুরগির বাচ্চার বাজারে দামের অস্থিরতা রোধ করতে সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু ডিম ও মুরগির দাম বাড়লে নয়, বরং ফিড ও মুরগির বাচ্চার দামও যদি বাড়ে, তাহলে সে ক্ষেত্রে সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং ন্যায্য মূল্য নির্ধারণ জরুরি। একবার করপোরেটদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তখন ডিম ও মুরগির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। প্রান্তিক খামারিদের সুরক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।