South east bank ad

শুরুর আগেই শেষ ৩ টাকায় ডিম বিক্রি

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

শুরুর আগেই শেষ ৩ টাকায় ডিম বিক্রি
বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাজারদরের চেয়ে অর্ধেকেরও কম দামে ডিম বিক্রি শুরুর আগেই বন্ধ হয়ে গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও ফিরে যেতে হয়েছে ডিম কিনতে আসা মানুষদের। শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে বাংলাদেশেও একযোগে উদযাপিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষে খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশেষ ছাড়ে ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং প্রাণিসম্পদ অধিদফতর। কিন্তু ক্রেতাদের অতিরিক্ত চাপের কারণে এবং ক্রেতাদের হুরোহুরির কারণে বেশ কিছু ডিম ভেঙে যাওয়ার ৩ টাকার ডিম আর বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ডিম ক্রেতাদেরও সরিয়ে দেয় পুলিশ। শুক্রবার সকালে ডিম মেলা শুরুর আগেই ডিম কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যান ক্রেতারা। সকাল ৭টা থেকে লাইনে দাঁড়ানো শুরু করেন তারা। ডিম কেনার লাইনে পুরুষদের সঙ্গে নারীরাও ছিলেন। কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে বিজয় স্মরণি মোড় পর্যন্ত পুরুষদের ডাবল লাইন এবং ফার্মগেট মোড় থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের পুলিশ বক্স পর্যন্ত নারী-পুরুষের লম্বা লাইন দেখা গেছে। এ ছাড়া কৃষিবিদ ইনস্টিটিউশনের ভেতরে পা রাখার মতো পরিস্থিতি ছিল না। বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এই মেলায় ১২ টাকায় এক হালি ডিম কিনতে পারার কথা ছিল রাজধানীবাসীর। সে হিসেবে প্রতি পিস ডিমের দাম পড়ার কথা ছিল ৩ টাকা। তবে সময় মাত্র ৩ ঘণ্টা। অর্থাৎ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা- এই ৩ ঘণ্টা মেলা চলবে। একজন ক্রেতা ৯০টির বেশি ডিম কিনতে পারবেন না। এ জন্য মজুদ রাখা হয়েছিল ৫০ হাজার ডিম। তবে অতিরিক্ত ভিড় এবং হুরোহুরির কারণে শেষ পর্যন্ত ডিম না পেয়েই ফিরে যেতে হয়েছে মানুষকে। ১২ টাকা হালি দরে ডিম কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী লুৎফর রহমান। তিনি বলেন, ৩ পিস ডিম বিক্রির প্রচারণা দেখে ডিম কিনতে এসেছি। সকালে এসেই লাইনে দাঁড়িয়েছি কিন্তু শেষ পর্যন্ত ডিম কিনতে পারলাম না। সরকারি ছুটির দিন হওয়ায় আমার মতো অনেক চাকরিজীবীও ডিম কিনতে এসেছেছিলে। দীর্ঘ অপেক্ষায় থেকেও আমার মতো সবাইকে ফিরে যেতে হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের লক্ষ্য ছিল সবাইকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ডিম বিক্রি করার। কিন্তু অতিরিক্ত ভিড়ের পাশাপাশি মানুষের হুরোহুরিতে বেশ কিছু ডিম ভেঙে যায়। আর ডিম কিনতে যত মানুষ এসেছে আমাদের ততটা প্রস্তুটি ছিল না। তাই প্রাথমিকভাবে ডিম বিক্রি বন্ধ করা হয়েছে। পরবর্তীতে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এমন সুলভমূল্যে ডিম বিক্রি করা হবে।
BBS cable ad