South east bank ad

সৌদিতে অর্ধেকে নেমেছে তেলের দাম

 প্রকাশ: ১১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

সৌদিতে অর্ধেকে নেমেছে তেলের দাম
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বজুড়ে অস্বাভাবিক হারে কমে গিয়েছে তেল বিক্রি। ফলে পাল্লা দিয়ে কমছে দাম। গত মাসের তুলনায় তেলের দাম নেমেছে অর্ধেকে। আজ থেকে কার্যকর হবে নতুন মূল্য। সৌদি আরমকোর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি লিটার ৯১ পেট্রোল এর দাম এখন ০.৬৭ পয়সা (হালালা) এবং প্রতি লিটার ৯৫ অকটেন এর দাম এখন ০.৮৬ পয়সা (হালালা)। যা গতকাল পর্যন্ত ছিল যথাক্রমে ১.১৩ ও ১.৪৭ সৌদি রিয়াল প্রতি লিটার। এর আগে গত ২১ এপ্রিল আমেরিকায় তেলের দাম ডলারের নীচে নেমে এসেছিল। অর্থাৎ ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানী তেল বা ফুয়েলের দাম নেমে যায়।
BBS cable ad