শিরোনাম

South east bank ad

রাজশাহীতে এসএমই মেলা শুরু আজ

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

রাজশাহী ব্যুরো রাজশাহীতে পাঁচ দিনব্যাপী 'আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০১৫-১৬' শুরু হচ্ছে আজ বুধবার থেকে। বেলা ১১টায় রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় মেলার উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মেলা উপলক্ষে আজ সকাল ১০টায় রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান ও অধ্যক্ষ আমজাদ হোসেন। এবারের মেলায় রাজশাহী অঞ্চলের উদ্যোক্তাদের নিয়ে ৩৫টি স্টল থাকছে। সেখানে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হ্যান্ডি ক্রাফটস, প্রক্রিয়াজাত কৃষি পণ্য, পোশাক ডিজাইন, ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন পণ্য শোভা পাবে। ১৭ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক ফাহিম বিন আসমাত। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউল গণি, শামসুজ্জামান প্রমুখ।
BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: