তেলের দাম কমছে, জরুরি বৈঠকে বসছে ‘ওপেক প্লাস’

বিশ্ববাজারে টানা পতনের মুখে আছে তেলের দাম। আগামী মাসগুলোতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা থাকার পরও বাজার দখল করতে বাড়তি উৎপাদনসহ নানা বিষয়ে আলোচনা করতে আজ রবিববার (৭ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে দাম ধরে রাখতে তেল উৎপাদন কমিয়ে দিয়েছিল ওপেক প্লাস। একই সময় তেল রপ্তানিকারক ১২ দেশের সংগঠন ওপেক ও তাদের মিত্ররা মিলে দিনে প্রায় ৬০ লাখ ব্যারল পর্যন্ত উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।
তবে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমানের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস চলতি বছরের এপ্রিলে হঠাৎ নীতি বদলায়। তারা উৎপাদন বাড়িয়ে বাজারের দখল নেওয়ার কৌশলে যায়। বিশ্লেষকরা বলছেন, অক্টোবর পর্যন্ত তারা আগের উৎপাদন মাত্রা বজায় রাখতে পারে।
পরবর্তীতে কী পরিমাণ তেল উত্তোলন করা হবে, তা সমন্বয়য়ের সিদ্ধান্ত অক্টোবরেই নেওয়া হতে পারে বলে গত বুধবার থেকে গুঞ্জন চলছে।
এ থেকে ধারণা করা হচ্ছে, তেলের দাম ব্যারলপ্রতি ৬০ ডলারের নিচে নামিয়ে হলেও তারা বাজারের অংশীদারি বাড়াতে সংকল্পবদ্ধ।
এ বছর তেলের দাম ১২ শতাংশ কমে ব্যারলপ্রতি ৬৫-৭০ ডলারেই ওঠানামা করছে। বিশ্লেষকরা মনে করেন, ওপেকের বাইরের দেশগুলোর উৎপাদন বাড়ানো এবং মার্কিন শুল্ক আরোপের কারণে চাহিদা কমেছে বলেই দামের এ পতন।
এদিকে বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বাড়লেও এখনো দাম প্রত্যাশার তুলনায় ভালো আছে।
এর পেছনে অন্যতম কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বাজারকে প্রভাবিত করছে।