ঝিনাইদহে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কর্মশালা

ঝিনাইদহের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বাবলম্বি করতে শনিবার এসএমই উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং প্রগাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম।
এসএমই ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের এজিএম কানিজ ফাতেমা, এসএমইর ডিজিএম প্রকাশ চন্দ্র বৈরাগী, ব্র্যাকের আব্দুল মোমেন ও পুবালী ব্যাংকের ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক হাসানুজ্জামান হাসান।
সভায় জানানো হয় বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে এই আয়োজন।
সভায় বলা হয় ৪৪০টি শাখা দিয়ে পূবালী ব্যাংক সেবা প্রদান করে যাচ্ছে এবং ১৩২টি খাতে ঋণ প্রদান করছে।
প্রধান অতিথি রবিউল ইসলাম বলেন, আজ থেকে মহিলা উদ্যোক্তাদের জন্য বিনা জমানতেক ঋণ প্রদান করা অঙ্গীকার করতে হবে।
তিনি বলেন, দেশের প্রশিক্ষত বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করাই হচ্ছে এসএমই উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং প্রগামের আসল উদ্দেশ্য।