চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শুকনা খাবারের দামও
আকস্মিক বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণে রাজধানীর বাজারে চাহিদা বেড়েছে চিড়া, গুড়, মুড়ির মতো শুকনা খাবারের। একই সঙ্গে বেড়েছে দামও।
রাজধানীর বাজারে কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে মুড়ি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। চিড়ার কেজি ৬৫ থেকে ৭০ টাকা। গুড়ের কেজি ১২০ থেকে ১৪০ টাকা। মানভেদে খেজুর বিক্রি হচ্ছে কেজি ২৫০ থেকে ৭০০ টাকা দরে।
ক্রেতারা বলছেন, দুই দিন আগে একটি মোমবাতি সাত টাকায় বিক্রি হলেও এখন দাম ১১ টাকা। চাহিদা বেশি হওয়ায় বেশির ভাগ দোকানেই পণ্যের সংকট তৈরি হয়েছে। এই সুযোগে অতি মুনাফা করছেন ব্যবসায়ীরা।
এমন দুর্যোগের সময়ে কেউ যেন সুযোগ নিতে না পারে সে জন্য সরকারি কঠোর তদারকির দাবি তাদের।
বাজার তদারকি প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, রাজধানীর কারওয়ান বাজারে অসাধু ব্যবসার অভিযোগে দুই দোকানীকে দশ হাজার ও পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এমন অভিযান চলমান থাকবে বলে জানায় সংস্থাটি।
বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয়কেন্দ্রে।
দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। স্থানীয়রা বলছে, স্মরণকালে এমন ভয়াবহ বন্যা দেখেননি তারা।