বিএএমএর উদ্যোগে এগ্রোকেমিক্যালস উৎপাদনকারীদের দিনব্যাপী কর্মশালা

দেশের এগ্রোকেমিক্যাল খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে গতকাল রাজধানীতে ‘প্রডাকশন কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ) আয়োজিত এ অনুষ্ঠানে অর্থায়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি)। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএএমএর সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এপিবিপিসির উপপরিচালক আনিসুর রহমান খান। কর্মশালায় আরো বক্তব্য দেন বিএএমএর সহসভাপতি আমিনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুক আহমেদ।
অনুষ্ঠানে এগ্রোকেমিক্যাল উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।