বন্যার্তদের মাঝে কেডিএস গ্রুপের ৩৭ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে শীর্ষ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপ। যার অংশ হিসেবে কয়েকটি জেলার বন্যার্তদের মাঝে ৩৭ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব ত্রাণসামগ্রী বন্যাদুর্গত নোয়াখালী এবং ফেনীর দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হয়। এ সময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন ফেনী সেনানিবাসের কর্মকর্তা মেজর শাকিল, সার্জেন্ট আহসানসহ কেডিএস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাউসার মুন্না ও আরিফুল ইসলাম।