সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে সম্প্রতি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এমডি (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত। সাফা বন্দর শাখার ব্যবস্থাপক আলা-নূর মুহাম্মদ হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন হেড সামিয়া তাহসিন, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ ও ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান হাওলাদারসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা। সমাবেশে প্রায় ৪০০ গ্রাহক অংশগ্রহণ করেন।