শিরোনাম

South east bank ad

প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক হিসাব থাকতে হবে

 প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক হিসাব থাকতে হবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমাদের অর্থনীতির প্রতিটি ছোট ছোট কোনায় নজর দিতে হবে। অর্থনৈতিক অভিগম্যতা নিশ্চিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সামনে আরো চ্যালেঞ্জ আসবে। আমাদের সব চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য কোনো জাদুকরী যন্ত্র নেই। এ সময় অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহারে নানা রকম উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রত্যেক স্কুল শিক্ষার্থীর একটি ব্যাংক হিসাব থাকতে হবে। যাতে ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারে।’

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ৪৭তম সার্কফাইন্যান্স গভর্নরদের গ্রুপ বৈঠক ও সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকিং: ব্রিজিং গ্যাপস ইন দ্য সার্ক রিজিয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সার্কফাইন্যান্স উইং।

দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও নীতিনির্ধারণে করণীয় নিয়ে আলোচনা করতে আয়োজিত এ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থ সচিব ও প্রতিনিধিরা অংশ নেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব সত্ত্বেও সার্কফাইন্যান্স গভর্নরদের ৪৭তম সভা এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে উচ্চপর্যায়ের প্রচেষ্টার ইঙ্গিত দেয়। শত পার্থক্য ও দ্বন্দ্ব সত্ত্বেও সার্ক গভর্নরদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা, নীতিগত বিষয়ে বিতর্ক এবং অভিজ্ঞতা ও তথ্য ভাগাভাগি চলছে। আমরা দক্ষিণ এশিয়ার সম্মিলিত অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যতটুকু সম্ভব সামঞ্জস্য আনা ও আর্থিক সম্মিলন ঘটানোর চেষ্টা করছি।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আমাদের মধ্যে যত পার্থক্যই থাকুক না কেন, কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ে আমাদের যে তথ্যের আদান-প্রদান, গবেষণামূলক কার্যক্রমে যৌথ উদ্যোগ, গভর্নর পর্যায়ে আলোচনা—সেগুলো চলতে থাকবে। এগুলো যেন ব্যাহত না হয়। এটি সামগ্রিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘দেশের প্রতিটি স্কুলকে একটি ব্যাংকের সঙ্গে থাকতে হবে। প্রতিটি স্কুল শিক্ষার্থীর একটি ব্যাংক হিসাব থাকতে হবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে এবং কীভাবে একটি হিসাব চালাতে হয়, সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এ শিশুরাই আগামীর অর্থনীতিতে ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের গভর্নর দাশো পেনজোর ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. সায়েরা ইউনুস।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: