এমটিবির ২৬তম এজিএম অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এ সময় এমটিবির পরিচালক খাজা নারগিস হোসেন, সৈয়দ নাসিম মঞ্জুর, তপন চৌধুরী (অ্যাস্ট্রাস লিমিটেড কর্তৃক মনোনীত), ড্যানিয়েল ডে ল্যাঞ্জ (নরফান্ড কর্তৃক মনোনীত), বিকল্প পরিচালক মো. রিয়াসাদ উদ্দিন, স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তারেক, শিব নারায়ণ কৈরী ও জেরিন মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও কোম্পানি সচিব রেইস উদ্দীন আহাম্মদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার।