বিশিষ্ট সমাজকর্মী আমিনা মশিউর রহমান (শান্তি)-এর ১৯তম মৃত্যুবার্ষিকী
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে । আমিনা মশিউর রহমান (শান্তি) প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার স্ত্রী । এছাড়া তিনি ন্যাপ-ভাসানীর প্রথম মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন । তিনি ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থানে রংপুর অঞ্চলের নেতৃত্ব দেন।
এ উপলক্ষে আজ ঢাকা ও তার গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামে দোয়া মাহফিল, কোরআনখানি, কবর জিয়ারত, দুস্থ ও কর্মহীনদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে ।