South east bank ad

পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আর নেই

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

পিএসসি’র সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন আর নেই। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। বুধবার (২২ এপ্রিল) রাতে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ড. সা’দত হুসাইন গত ১৩ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি  করা  হয়। তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। ড. সা’দত হুসাইন ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। এরপর ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর জন্ম গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: