South east bank ad

সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

প্রবীণ সাংবাদিক ও ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী মারা গেছেন। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে আরশি গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। তবে চিকিৎসা শুরু হওয়ার আগেই তার মৃত্যু হলো। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। কর্মজীবনে ফারুক কাজী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন। এছাড়া ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি তিনি। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: