শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
জাতীয় শ্রমিক লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
আজ এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ছিলেন শ্রমিক-মজুরসহ মেহনতি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। শ্রমিক সমাজের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের শ্রমিক রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়।
শিল্পমন্ত্রী মরহুম ফজলুল হক মন্টুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।