South east bank ad

ছয় মাস পর ভোমরা বন্দর দিয়ে চাল আমদা‌নি শুরু

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

ছয় মাস পর ভোমরা বন্দর দিয়ে চাল আমদা‌নি শুরু

ছয় মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে পুনরায় চাল আমদা‌নি শুরু হ‌য়ে‌ছে। গত মঙ্গলবার প্রথম দি‌ন এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে ৯৬০ টন চাল।

বিষয়টি নিশ্চিত করে ভোমরা শুল্ক স্টেশ‌নের রাজস্ব কর্মকর্তা রা‌সেল হো‌সেন জানান, ২০২৪-২৫ অর্থবছ‌রের ১৫ ফেব্রুয়ারি থে‌কে ভোমরা বন্দ‌রে চাল আমদা‌নি বন্ধ হ‌য়ে‌ যায়। এর ছয় মাস পর ১৯ আগস্ট থে‌কে পুনরায় চাল আমদা‌নি শুরু হ‌য়ে‌ছে।

প্রথম দি‌নেই দে‌শের বি‌ভিন্ন অঞ্চ‌লের ব‌্যবসায়ীরা ৯৬০ টন চাল আমদা‌নি ক‌রে‌ছেন উল্লেখ করে রাসেল হোসেন ব‌লেন, ‘চাল আমদা‌নি‌তে ব‌্যবসায়ীরা বেশ আগ্রহী। দ্বিতীয় দি‌নে আরো বে‌শি প‌রিমাণ আমদা‌নি হ‌বে ব‌লে ধারণা করছি।’

এ প্রতিবেদন লেখার সময় গতকাল ভোমরার বিপ‌রী‌তে ভার‌তের ঘোজাডাঙ্গা এলাকায় চালবোঝাই অনেক ট্রাক সীমান্ত পার হওয়ায় অপেক্ষায় ছিল ব‌লে জানান তি‌নি।

এদি‌কে ভোমরা বন্দ‌রে চাল আমদা‌নি শুরু হ‌লেও এর প্রভাব প‌ড়ে‌নি স্থানীয় চা‌লের বাজা‌রে। সাতক্ষীরা সদ‌রের বকচরা এলাকার চাল ব‌্যবসায়ী আইয়ূব হো‌সেন জানান, গতকাল খুচরা বাজা‌রে মি‌নি‌কেট প্রতি কে‌জি ৬৮ টাকা, ব্রি ২৮ চাল প্রতি কে‌জি ৬২ টাকা ও মোটা চাল ৫২ টাকা দ‌রে বি‌ক্রি ক‌রেন। এক থে‌কে দেড় মাস ধরে এ দ‌রে চাল বি‌ক্রি হ‌চ্ছে।

তবে সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আশা প্রকাশ করছেন, দু-একদিনের ম‌ধ্যে বাজারে চা‌ল আমদানির প্রভাব পড়বে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: