বিশ্বখ্যাত প্রফেসর কটলারের বইয়ের কেস স্টাডিতে ‘নগদ’
বাংলাদেশের ‘নগদ’ এখন বিশ্বব্যাপী পরিচিত নাম। কেননা ‘নগদ’ এর নাম আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে খ্যাত প্রফেসর ফিলিপ কটলারের বই ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বইয়ে ঠাঁই পেয়েছে। এতে করে নগদের পথচলায় যুক্ত হলো সাফল্যের নতুন মুকুট।
ফিলিপ কাটলারের ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বইয়ের বাংলাদেশ সংস্করণে কেস স্টাডি হিসেবে জায়গা পেয়েছে নগদ। এই বইটিতে কেস সহ-লেখক হিসেবে কাজ করেছেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। বইটিতে বিশ্বব্যাপী নিজ নিজ প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কেস স্টাডি সংযোজিত হবে
ফিলিপ কটলারের প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ এ তথ্য জানায়।
অনন্য এই অর্জন নিয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এমন একটি অর্জন আমাদের জন্য অনেক বেশি গর্বের ও অনুপ্রেরণা যোগাবে। মাত্র সাড়ে তিন বছরে নগদ দেশের ডিজিটাল ফিন্যানশিয়াল সার্ভিসকে যে উচ্চতায় নিয়েছে, সেটিরই স্বীকৃতি মার্কেটিং গুরু ফিলিপ কটলারের বইয়ে স্থান করে নিয়েছে নগদ। বিশাল মাপের একজন মানুষের সঙ্গে কেস স্টাডি নিয়ে কাজ করতে পেরে আমি নিজেও গর্ব অনুভূত করছি।’
জানা গেছে, মার্কেটিং বিশেষজ্ঞ ফিলিপ কটলারের ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ বইটিতে বাংলাদেশ থেকে নগদ ছাড়াওআরো কয়েকটি প্রতিষ্ঠান তাদের কেসগুলো সংযোজন করার সুযোগ পেয়েছে।
বইটিতে আপ-টু-ডেট ও ইনসাইটফুল মার্কেটিং ইস্যুগুলো উঠে এসেছে, এ ছাড়া বইটিতে পণ্য বিপণনের চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিভাবে বিভিন্ন টুল বা কৌশল ব্যবহার করা যায়, যা ভবিষ্যতে মার্কেটিংকে প্রভাবিত করতে সক্ষম হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বইটি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, প্রফেসর ও শিক্ষার্থীদের বেশি কাজে আসবে