South east bank ad

পেট্রল-অকটেন ভেজাল না খাঁটি, বুঝবেন যেভাবে

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

পেট্রল-অকটেন ভেজাল না খাঁটি, বুঝবেন যেভাবে

বাইক-প্রাইউভেটকার কিংবা বাস-ট্রাক; সব ধরনের মোটরযানেই জ্বালানি হিসেবে পেট্রল, অকটেন ও ডিজেল ব্যবহার করা হয়। এই জ্বালানি তেলে ভেজাল থাকলে ইঞ্জিনের ভয়াবহ ক্ষতি হয়। কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় জ্বালানি তেলে ভেজাল মেশান। তাই মোটরযানের ইঞ্জিন ভালো রাখতে জ্বালানি তেলে ভেজাল আছে কিনা জানা জরুরি।

মোটরযানের চালক কিংবা মালিক কিছু একটি খেয়াল রাখলে সহজেই বুঝতে পারবেন জ্বালানি হিসেবে ব্যবহৃত পেট্রল, অকটেন ও ডিজেল কতটা খাঁটি। যেমন- গাড়ি বা বাইকে তেল ভরানোর সময় তেলের ঘনত্বে নজর দেওয়া দরকার। তাহলেই বুঝতে পারবেন তেল খাঁটি কিনা।

প্রতি কিউবিক মিটারে পেট্রলের ঘনত্ব ৭৩০-৮০০ কেজি ও ডিজেলের ঘনত্ব ৮৩০-৯০০ কেজি হওয়া উচিত। ঘনত্ব এরচেয়ে কম হলেই বুঝতে হবে এই জ্বালানিতে অন্যকিছু মেশানো আছে। এ ধরনের জ্বালানি তেল গাড়ির জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই এসব জ্বালানি গাড়িতে ব্যবহারের আগে অবশ্যই নজরদারি করা জরুরি।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: