লন্ডন ক্রিকেট লীগের অষ্টম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে লন্ডন ক্রিকেট লীগ সংক্ষেপে এল সি এল এর অষ্টম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিপুল পরিমান ক্রিকেটার ,কমিউনিটি ব্যক্তিত্ব ও দর্শকের উপস্থিতিতে গত ৩ ডিসেম্বর মঙ্গোল পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম।
এলসিএল এর সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাকির খান ,মোস্তাক আলী বাবুল ,লুৎফুর রহমান ,নাজিম উদ্দিন ,তোফাজ্জল আলম,আসহাবুল হোসাইন ,জোড়াট শেখ ,শহিদুল আলম রতন ,মিজানুর রহমান ,আজিজুর রহমান ,সেলিম ইয়াসিন ,আয়াস করিম ,এমাদুল হক চৌধুরী ,সাগির বক্ত ফারুক ,বশির আহমেদ ,শেখ মহিতুর রহমান বাবলু,ওয়াহিদুজ্জামান রুমু প্রমুখ।
লন্ডন ক্রিকেট লীগ এবার এলসিএল ৪০ ওভার লীগ ও এলসিএল T20 লীগ নামে দুটি টুর্নামেন্টের আয়োজন করে। ।এলসিএল ৪০ ওভার লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় যথাক্রমে FHS CC ও লন্ডন স্পোর্টিফ 1st XI
এদিকে এলসিএল T20 লিগে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় London Heroes SC ও লন্ডন স্পোর্টিফ 2nd XI.
এলসিএল ৪০ ওভার টুর্নামেন্টে বেস্ট ব্যাটসম্যান হিসেবে মনোনীত হন আহমেদ হোসাইন। বেস্ট বলার মুহিবুল আলম ও আব্দুস সবুর ,অলরাউন্ডার আহমেদ হোসাইন।
এলসিএল T20 টুর্নামেন্টে বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার জিতে নেন AZM জনি ,বেস্ট বলার ফয়সাল ও অল রাউন্ডার AZM জনি.
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।