কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ
কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চাহিদার কথা বিবেচনায় রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি ও পল্লীঋণ নীতি বিতরণের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। সে হিসাবে গতবারের তুলনায় এবার ৮. ৫৭ শতাংশ বেশি নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষিখাতে পর্যাপ্ত ঋণ প্রবাহের গুরুত্ব বিবেচনায় নিয়ে ব্যাংকসমূহের জন্য বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে এই ৩৮ হাজার কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ নির্ধারণ করা হয়েছে।