অভিনেত্রী ও সাবেক এমপি সারাহ বেগম কবরীর মৃত্যুতে এফবিসিসিআইয়ের সভাপতির শোক
কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।
আজ এক শোকবার্তায় শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র সারাহ বেগম কবরী অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে অংশগ্রহণ করে জনগণের জন্য কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টিতেও তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। তাঁর এ মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের জন্য এক অপূরনীয় ক্ষতি। অভিনেত্রী কবরী তার অনবদ্য অভিনয়, সৃজনশীল কর্ম ও সৃষ্টির মধ্য দিয়ে এদেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
শেখ ফজলে ফাহিম মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, নন্দিত অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) আজ (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১২:২০টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।