South east bank ad

ডিম ও মুরগির বাজার তদারকিতে এফবিসিসিআই

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

ডিম ও মুরগির বাজার তদারকিতে এফবিসিসিআই

ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে এফবিসিসিআই’র বাজার মনিটরিং সেল। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এফবিসিসিআই’র প্রশাসক।

হাফিজুর রহমান ডিমের দাম ভোক্তাদের নাগালে রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান করেন।

তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তাদের তথ্য আমাদের দিন।

তিনি জানান, প্রয়োজনে ডিম ও মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে এফবিসিসিআই।

কাপ্তান বাজারে ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম জানান, সরকার নির্ধারিত দামে সরবরাহ বজায় থাকলে দাম স্বাভাবিক হবে।

এ সময় এফবিসিসিআই’র সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন, ব্যবসায়ী নেতারা ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: