অনুষ্ঠিত হলো সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ( FBCCI ) এর ইফতার মাহফিল
 
                                                                                                সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ( FBCC )  এর  আয়োজিত ইফতার মাহফিল ২২ মার্চ , শনিবার ২১ শে রমজান  ঢাকাতে অনুষ্ঠিত হয়। FBCCI এর ব্যবসায়িদের নিয়ে ইফতার মাহফিলে বাংলাদেশের র্শীষ ব্যবসায়ীগণ ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
মীর নিজামউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এই ইফতার এর আয়োজনে তিনি বাংলাদেশের ব্যবসায়িদের পক্ষে ও আগামী FBCCI  কে আরো বেশী সুসংগত ও শক্তিশালী করার জন্য সকলের কাছে আহবান জানান।মাহফিলে দেশে ও বিশ্বের সার্বিক পরিস্থিতি ও মুসলমানদের  বিভিন্ন অপশক্তি হতে রক্ষা করার জন্য মহান আল্লাহপাকের কাছে দোয়া ও মোনাজাত করা হয়।ব্যবসায়িগণ সকলে ঐক্যবদ্ধ থেকে সব সময় একে অপরের বিপদ-আপদ, সুখ-দুঃখে এক অপরের পাশে থেকে আগামী FBCCI  কে দেশের অন্যতম ও দৃষ্টান্তমূলক  সংগঠন হিসেবে প্রমান করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন বলে সকলে আশাবাদী।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                