শিরোনাম

South east bank ad

এফবিসিসিআই নির্বাচনের বৈধতা নিয়ে রিট খারিজ

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

এফবিসিসিআই নির্বাচনের বৈধতা নিয়ে রিট খারিজ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন অনুষ্ঠানের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডে পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক ও ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

পরে ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম জানান, নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল প্রত্যাহার করতে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্টের পক্ষে আবেদন করা হয়েছিলো। আদালত শুনানি নিয়ে রুল খারিজ করে দিয়েছেন। এখন এফবিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া চালু রাখতে আর কোনো বাধা নেই।

লকডাউনের মধ্যে নির্বাচনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে ভোটার আমির উদ্দিন বাবুলের করা রিট আবেদনের শুনানি নিয়ে ২০ এপ্রিল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন।

আদেশে নির্বাচন বন্ধে ১৪ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করা আবেদন ৭ দিনের মধ্যে নিস্পত্তি করতে বলা হয়েছিলো।

আগামী ৫ মে এ নির্বাচনের জন্য দিন ধার্য রয়েছে।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: