South east bank ad

প্রণোদনা ও সুবিধা অব্যাহত থাকবে তৈরি পোশাকখাতে

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১৯-২০ অর্থবছর থেকে বস্ত্র ও পোশাক শিল্পখাতে বিদ্যমান বিভিন্ন রপ্তানি প্রণোদনার সঙ্গে আরও ১ শতাংশ অতিরিক্ত প্রণোদনা প্রদান শুরু হয়েছে। ফলে এ খাতে করোনা মহামারির প্রভাব মোকাবিলা করা সম্ভব হয়েছে। তাই আগামী অর্থবছরেও বস্ত্র ও তৈরি পোশাক শিল্পখাতকে ১ শতাংশ অতিরিক্ত রপ্তানি প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি।
২০২১-২২ অর্থবছরেও দেশের তৈরি পোশাকখাতের জন্য ১ শতাংশ রপ্তানি প্রণোদনা ও অন্যান্য সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০১৯-২০ অর্থবছর থেকে এই প্রণোদনা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: