আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে ১লা রমজান থেকে নানা রকম মুখরোচক ইফতারির আয়োজন নিয়ে চলছে ষষ্ঠ আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার। ঢাকাই ইফতারের বড় আকর্ষণ পুরান ঢাকার ঐতিহ্যবাহী মজাদার সব খাবার খেতে হলে ছুটতে হয় চকবাজারে, কিন্তু ঢাকার এই অংশ থেকে চৈত্রের দাবদাহ এবং যানজটের জন্য সেটা অনেকের জন্য বড় বাধা।
এই অবস্থায় ঢাকা উত্তরের ভোজনরসিকদের জন্য ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এই আয়োজন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ধুলাবালি মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে পুরান ঢাকার ইফতার এখন সহজেই পাওয়া যাবে এই ইফতার বাজারে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবনির্মিত হল ৫ ঘুরে দেখা যায় আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট সহ পুরান ঢাকার বিখ্যাত সব খাবারের স্টলে ক্রেতাদের ভিড় ।
ঢাকাই ইফতারের মুখরোচক আয়োজন ছাড়াও রয়েছে নানাবিধ শাহী আইটেমের সমাহার। দামও রয়েছে মোটামুটি নাগালের ভেতর। জমজমাট এ ইফতার বাজার চলবে ২৫ রমজান পর্যন্ত।