নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে দ্বিতীয় চোখের অপারেশন করলেন চেয়ারম্যান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলার উকিল পাড়ায় নিজের প্রতিষ্ঠিত নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে দ্বিতীয় চোখের অপারেশন করিয়েছেন মেঘনা লাইফ ও কর্নফুলী ইন্স্যুরেন্স এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। গত ২৯ আগষ্ট সোমবার তার চোখের এ অপারেশন করেন বাংলাদেশ আই হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ কামরুল হাসান সোহেল।
চোখ অপারেশনের পর নিজের প্রতিক্রিয়ায় নিজাম উদ্দিন আহমদ বলেন, আমার এবং আমার পরিবারের চোখের অপারেশন বা যে কোন সমস্যার চিকিৎসা আমি নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে করে থাকি। এবার আমার চোখে Pen Optical Lens লাগানো হয়েছে। এর আগে ২০২১ সালে আমি আমার প্রথম চোখের অপারেশনের পর যখন ব্যাংককে গিয়েছিলাম তখন সেখানকার ডাক্তার বলেছে, আপনার চোখের অপারেশন তো খুব ভালো হয়েছে! আমার প্রতিষ্ঠিত নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে দেশের অনেক অভিজ্ঞ ও নামকরা ডাক্তারগন চিকিৎসা ও অপারেশন করেন।
এজন্যই এ হাসপাতালে দেশের দূর-দূরান্ত থেকে রোগীগন চোখের চিকিৎসা ও অপারেশন করতে আসেন। আমি পরম করুনাময় আল্লাহর কাছে কৃতজ্ঞ যে, তিনি আমার মতো একজন বান্দাকে এরকম একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ার মতো তৌফিক দান করেছেন। চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।